Custom Skincare Routine for Oily, Acne-Prone Skin with COSRX & SOME BY MI

If you have oily and acne-prone skin, it’s essential to create a skincare routine that helps balance oil production and targets acne-causing bacteria. Combining COSRX and SOME BY MI products, we’ve curated a custom routine for you:

  1. Cleanser: SOME BY MI AHA-BHA-PHA 30 Days Miracle Acne Clear Foam Start your routine with this gentle yet effective cleanser that combines AHA, BHA, and PHA to exfoliate and remove dead skin cells, unclog pores, and reduce excess oil.
  2. Toner: COSRX AHA/BHA Clarifying Treatment Toner Follow up with this toner that contains both AHA and BHA to further exfoliate and clarify your skin. It also helps balance your skin’s pH level, preparing it for the next steps in your routine.
  3. Essence: COSRX Advanced Snail 96 Mucin Power Essence This essence, formulated with 96% snail mucin, helps repair and soothe irritated skin while providing hydration without a greasy feel.
  4. Serum: SOME BY MI Snail Truecica Miracle Repair Serum This serum contains snail mucin and Truecica™ to help strengthen your skin’s barrier, reduce redness and inflammation, and promote healing of acne scars.
  5. Spot Treatment: COSRX Acne Pimple Master Patch Apply these hydrocolloid patches directly to any active breakouts to help speed up the healing process, reduce inflammation, and prevent picking or touching.
  6. Moisturizer: COSRX Oil-Free Ultra-Moisturizing Lotion (with Birch Sap) This lightweight, oil-free moisturizer provides hydration without clogging pores, making it perfect for oily and acne-prone skin types.
  7. Sunscreen (AM only): COSRX Aloe Soothing Sun Cream SPF 50++++ Protect your skin from harmful UV rays with this gentle, non-greasy sunscreen that offers high sun protection and soothing aloe for sensitive skin.

Remember to introduce these products gradually into your routine, and always patch test before using them on your entire face. With consistent use, this custom skincare routine should help you achieve clearer, healthier-looking skin.

#COSRX #SOMEBYMI #OilySkin #AcneProneSkin #CustomRoutine

Avoiding Sunburn in Hot and Humid Environments: A Dermatologist’s Guide

Sunburn can not only be painful but also lead to long-term skin damage, increasing the risk of premature aging and skin cancer. In hot and humid environments, sunburn can be even more challenging to prevent due to intense sun exposure and increased sweating, which can reduce the efficacy of sun protection measures. As a dermatologist, I’ve compiled a list of essential tips to help you protect your skin and avoid sunburn in these extreme conditions.

    1. Choose the right sunscreen

Selecting the right sunscreen is crucial in preventing sunburn. Look for a broad-spectrum sunscreen with a sun protection factor (SPF) of at least 30, which provides protection against both UVA and UVB rays. Additionally, opt for water-resistant sunscreen, as sweating and water activities can quickly wash away standard sunscreen in a hot and humid environment.

    1. Apply sunscreen correctly and frequently

Ensure you apply sunscreen at least 15-30 minutes before heading outdoors. Use a generous amount, covering all exposed areas, and don’t forget often-neglected areas such as the ears, back of the neck, and tops of the feet. Reapply sunscreen every two hours, or immediately after swimming or excessive sweating.

    1. Seek shade whenever possible

Avoid direct sunlight, especially between 10 AM and 4 PM when UV rays are the strongest. Seek shade under umbrellas, trees, or other shelters. Keep in mind that shade doesn’t provide complete protection, so always combine it with sunscreen and other sun protection measures.

    1. Wear protective clothing

In hot and humid environments, it’s essential to wear lightweight, loose-fitting, and breathable clothing to stay cool. Opt for fabrics with a tight weave, which provide better sun protection. Long-sleeved shirts and long pants can shield your skin from the sun’s rays, while a wide-brimmed hat can protect your face, ears, and neck.

    1. Wear UV-protective sunglasses

Prolonged sun exposure can damage your eyes, increasing the risk of cataracts and other eye conditions. Choose sunglasses with 100% UV protection, and consider wraparound styles to shield your eyes from all angles.

    1. Stay hydrated

Drinking plenty of water helps regulate body temperature and maintain healthy skin. Dehydration can make your skin more susceptible to sunburn and heat-related illnesses, so aim to drink at least eight glasses of water per day, or more if you’re physically active.

    1. Monitor the UV index

Check the local UV index before spending time outdoors. The higher the UV index, the greater the risk of sunburn and skin damage. On days with high UV index values, take extra precautions like seeking shade, wearing protective clothing, and reapplying sunscreen more frequently.

Conclusion

By taking these preventative measures, you can enjoy the outdoors while minimizing the risk of sunburn in hot and humid environments. Remember to always listen to your body and take breaks when needed. If you do experience sunburn, seek immediate medical attention for severe cases or consult a dermatologist for advice on proper treatment and care.

ত্বকের যত্নে কোরিয়ান কসমেটিক্স

স্নিগ্ধ ত্বক কে না চায়। কিন্তু এমন ত্বকের জন্য যত্ন নেওয়া প্রয়োজন। ‘ত্বকের যত্ন’ কি বিলাসিতা না বাধ্যতামূলক, তা নিয় ভিন্ন দৃষ্টিকোণ থাকলেও নারী-পুরুষ নির্বিশেষে সুস্থ ত্বক যে নিজেকে পরিপাটি রাখার সবচেয়ে কার্যকরী পন্থা, তা বোধ হয় কমবেশি সবাই মানি। নারী তো বটেই সুস্থ ত্বকের পুরুষও যে সব পরিবেশে তার উজ্বলতা ছড়ায়, তা তো নতুন করে বলবার নয়। আর ত্বক যদি হয় কোরিয়ান তারকাদের মতো তারুণ্যময়, সতেজ, মসৃণ তাহলে তো আর কথা নেই।

স্বচ্ছ ত্বকের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী কোরিয়ান ত্বক চর্চার কৌশল আর কোরিয়ান প্রসাধনীর ভীষণ কদর। পশ্চিমের সৌন্দর্য-বিশেষজ্ঞ আর সৌন্দর্য-উৎসাহীরা যাকে ‘কে-বিউটির হাওয়া’ বলে সম্বোধন করছেন, সেই হাওয়ার ছোঁয়া এবার এই বাংলাদেশে।ত্বকের গঠন ও ধরণ বুঝে, প্রাকৃতিক উপাদানকে প্রযুক্তির ব্যবহারে ত্বকের গভীরে পৌঁছে দিয়ে, ‘ভেতর থেকে ত্বক চর্চা’- এই হলো কে-বিউটির মূল ধারণা। বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান স্কিন কেয়ার রুটিন নিয়ে স্পষ্ট একটি ধারণার আলোকপাত করতে এই আয়োজন।

কোরিয়ান স্কিন কেয়ার রুটিন
ব্যক্তি ভেদে ত্বকের ধরণ আর প্রয়োজনীয়তার ভিন্নতার কথা মাথায় রেখে হরেক রকমের ত্বক চর্চার পণ্য রয়েছে কে-বিউটির ঝুড়িতে। নিজের প্রয়োজন অনুযায়ী, ত্বকের সাথে মানিয়ে যায় এমন পণ্যের সমন্বয়ে একেক জন একেক ভাবে ত্বক চর্চার রুটিন বেঁধে নেন।শুধু পণ্যের ফর্মুলা বা উপকরণ নয়, কোরিয়ান স্কিনকেয়ার রুটিন এর ধাপ গুলোও ত্বক-বিজ্ঞানের আলোকে সাজানো। মোটামুটি চার ধাপের এই স্কিন কেয়ার রুটিনের প্রথম ধাপ (স্টেপ জিরো) হলো ‘এক্সফোলিয়েশন’।

স্টেপ জিরো: ‘এক্সফোলিয়েশন’ দিয়ে ত্বক চর্চার শুরু নয়,বরং এটি হলো ত্বক চর্চার প্রস্তুতিমূলক ধাপ। ত্বকের উপরে প্রাণহীন চামড়ার স্তরকে পরিষ্কার করে ত্বককে চর্চার উপযোগী করে তোলা হলো এই ধাপের মূল উদ্দেশ্য। প্রতি ৪ থেকে ৬ সপ্তান্তর আমাদের ত্বক চক্রে পূর্ণতার ফল হিসেবে এই প্রাণহীন চামড়ার স্তর তৈরি হয়, যা ত্বক চর্চায় ব্যবহৃত কার্যকরী উপাদান গুলোকে ত্বকের যথাযথ যত্ন নিতে বাধা দেয়।

বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই এক্সফোলিয়েশন করানো হয়ে থাকলেও কসমেটিক প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি, কার্যকরী এক্সফলিয়েটর এর ব্যবহারে খুব সহজে করা যায় এক্সফোলিয়েশন। ব্যক্তি ভেদে ত্বক চক্রের পূর্ণতার সময়গত ফাঁরাক যেহেতু রয়েছে, সেই অনুযায়ী ৪ থেকে ৬ সপ্তান্তর করে নিতে হয় এক্সফোলিয়েশন। অনেকে স্ক্র্যাব জাতীয় পণ্যের ব্যবহারেও এক্সফোলিয়েশন করে থাকেন। তবে বেশির ভাগ স্ক্র্যাবই ত্বকের উপর রূঢ়ভাবে কাজ করে; এতে এক্সফোলিয়েশনের যথাযথ ফল যেমন পাওয়া যায় না, অন্যদিকে বেশিরভাগ স্ক্র্যাব এ ব্যবহৃত মিহি প্লাস্টিকের কণাগুলি পরিবেশের জন্যে ও ক্ষতির কারণ। সেই জন্যে, নিরাপদ পরিবেশ আর ত্বকের কথা মাথায় রেখে ‘গোমাজে পিলিং’ থেকে ‘ফ্রুট অ্যাসিড’ এর মতো নানা কৌশলের হোম কেয়ার এক্সফলিয়েটর রয়েছে কে-বিউটির ঝুঁড়িতে।

স্টেপ ওয়ান: এক্সফোলিয়েশন এর পর যখন ত্বক পুরোপুরি তৈরি, ক্লিনজিং দিয়ে ত্বক চর্চার শুরু। ক্লিনজিংয়ের গুরুত্ব বোধ হয় কোরিয়ান ত্বক চর্চার রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোরিয়ান ত্বক বিশেষজ্ঞের ভাষায় ত্বকে কিছু লাগানোর চেয়ে পরিষ্কার করাটা বেশি জরুরি। বিশেষ করে যারা ত্বকে মেকআপ বা অন্য স্কিন কেয়ার পণ্য লাগিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে ত্বকের উপরে থাকা লোমকূপ অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই সাথে পরিবেশ-দূষণের প্রভাব তো ত্বকে সরাসরি পড়ছেই। সব মিলিয়ে ত্বকের সুস্থতার কথা মাথায় রেখে ক্লিনজিং এর উপর এতো গুরুত্ব দেয়া।

ত্বক ও স্কিনকেয়ার রুটিনের ধরণ ও প্রয়োজনীয়তা বুঝে উপযুক্ত কার্যকরী উপাদান দিয়ে তৈরি হরেক রকমের ক্লিনজার রয়েছে কে-বিউটিরর ঝুড়িতে। ফোম ক্লিনজিং, অয়েল ক্লিনজিং, মেকআপ ক্লিনজিং- নিজের ত্বকের ধরণ ও প্রয়োজনীয়তা বুঝে সঠিক ক্লিনজার বেছে নিয়ে ত্বককে পরিচ্ছন্ন রাখার কাজটি খুব কঠিন বা ঝামেলার কিছু নয়।
কোরিয়ান ত্বক-বিশেষজ্ঞের ভাষায় দিনে দুইবার ত্বক পরিষ্কার করার পরামর্শ দেয়া হয়। সকালে ঘুম থেকে উঠে মৃদু ফোম ক্লিনজিং দিয়ে একবার, আর রাতে ঘরে ফিরে মেকআপ, ডিপ ক্লিনজিং দিয়ে আরেকবার। এভাবে খুব সহজে ত্বককে রাখা যায় ভেতর থেকে পরিষ্কার।

স্টেপ টু: পরিচ্ছন্নতা তো হলো। ত্বক এবার প্রস্তুত মূল চর্চার জন্যে।

টোনিং : ব্যবহৃত ক্লিনজার যতই মৃদু হোক না কেন, ত্বকের ভেতর থেকে ত্বককে পরিচ্ছন্ন করতে যেয়ে ত্বকের প্রাকৃতিক যে তেল (লিপিড) আছে, তা বেশ খানিকটাই ধুয়ে যায়। তাই ক্লিনজিংয়ের পর সবার আগে ত্বকের প্রাকৃতিক হাইড্রো-লিপিড সমতা ফিরিয়ে আনার জন্যে টোনার ব্যবহার করা হয়ে থাকে। ক্লিনজিং এর সময় ত্বকের উপরে যে চাপ তা পড়ে, তাকে মৃদু ভাবে ত্বকের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ করে এই টোনার। সংবেদনশীল ত্বক থেকে ব্রণপ্রবণ ত্বক-ত্বকের ধরণ বুঝে নানান কার্যকরী ফর্মুলায় তৈরি টোনার বেছে নেয়া যায় খুব সহজে।

ময়েশ্চারাইজিং-নারিশিং : এবার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি এবং নিবিড় যত্নের সময়। Sodium hyaluronate, Ceramide, Niacinamide, Vitamin C, Ajulene, Ectoin এর মতো ত্বকের যত্নে অসাধারণ কার্যকরী উপাদান দিয়ে তৈরি এসেন্স বা ক্রিম ধরণের পণ্য দিয়ে ময়েশ্চারাইজিং-নারিশিং করা হয়।

সকাল কিংবা রাত, ক্লিনজিং এর পর টোনিং- ময়েশ্চারাইজিং-নারিশিং করে ত্বকের যত্ন করতে পরামর্শ দেন ত্বক-বিশেষজ্ঞরা। অনেকে রাতের ত্বক চর্চাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে আই ক্রিম এবং স্লিপিং মাস্ক ও ব্যবহার করে থাকেন।

স্টেপ থ্রি: ইউভি প্রটেক্টর, সানস্ক্রিন বা সানব্লক। একেক জন একেক নাম চেনেন। নামের সাথে সাথে এগুলোর ফর্মুলাতে খানিক পার্থক্য তো রয়েছেই। সেদিকে না গিয়ে যেটা খুব জোর দিয়ে ত্বক বিশেষজ্ঞরা যা বলেন, তাই বলছি- এই ইউভি প্রটেক্টর নিলেন না তো ত্বকে যত ভালো প্রসাধনীই ব্যবহার করুন না কেন, কিছুই সেভাবে ফল দেবেনা। বিশেষজ্ঞের ভাষায় এটা মিস করলেন তো সব মিস করলেন।
উপর থেকে সূর্য হেসে হেসে যখন রোদ ছড়ায়, তিন ধরণের অতি বেগুনি রশ্মির ধারাও আমাদের জড়িয়ে ধরে. তার মাঝে দুই ধরণের (ইউভি অ্যান্ড ইউভি বি) অতিবেগুনি রশ্মি ত্বকের ভেতরে ঢুকে ত্বকের প্রাকৃতিক গঠনে পরিবর্তন এনে ক্যান্সার, চামড়া কুঁচকে যাওয়া, মেছতা বা কালো তিল এমন অবাঞ্ছিত ত্বক- সমস্যার সূচনা করে।

কোরিয়ান কসমেটিক এর সম্ভারে বিশ্বের সেরা ফর্মুলায় তৈরি বিভিন্ন মাত্রার এস. পি. এফ (সান প্রোটেকটিং ফ্যাক্টর) এর ইউভি প্রটেক্টর রয়েছে, যেগুলো সাধারণত দিনের বেলা রোদে বেরুনোর আগে ময়েশ্চারাইজিং-নারিশিং ধাপের পরে লাগানো হয়ে থাকে। বেছে নেয়া পণ্যের সঠিক ব্যবহারবিধি অনুযায়ী ত্বককে রাখা যায় নিরাপদ। আর যারা মেকআপ করে থাকেন, তাদের ইউভি প্রটেক্টরের উপরে মেকআপ পরতে পরামর্শ দেয়া হয়ে থাকে। দিন শেষে ঘরে ফিরে ক্লিনজিং করে নিতে যেন ভুল না হয়।
এতো গেলো রোজকার ত্বক চর্চার কথা। কর্মব্যস্ত জীবনের ফাঁকে সপ্তাহে একটু সুযোগ করে একবার বা দুইবার নিজেকে আধ ঘণ্টার একটা বিরতি দিয়ে একটু ধ্যান, নিজের চিন্তাগুলোকে একটু গুছিয়ে নেয়া আর সেই সুযোগে একটা শিট মাস্ক বা মডেলিং মাস্ক ত্বকের উপর লাগিয়ে ত্বক ধুয়ে ফেলার পরামর্শ দেয়া হয়ে থাকে। এতে জমে থাকা ক্লান্তি যেমন দূর করা যায়, ত্বকের একটু বাড়তি যত্ন নিয়ে নিজেকে ছিমছাম রাখার কাজটা একটু এগিয়ে রাখা যায় বৈকি!

খাবার নিয়ন্ত্রণ, প্রচুর পানি পান, প্রয়োজনীয় বিশ্রাম, স্ট্রেস নিয়ন্ত্রণ আর এমন ত্বক চর্চার নিত্যকর্মে অল্প সময়ে প্রত্যাশিত স্নিগ্ধ, ঝকঝকে, শিশিরসিক্ত ত্বক পাওয়া খুব অসম্ভব কিছু নয়।
সুখবর হচ্ছে এখন শুধু ইন্টারনেট বা ম্যাগাজিনের পাতায় নয়, কোরিয়ান কসমেটিক পাওয়া যাচ্ছে হাতের নাগালে-বাংলাদেশের ‘eMart-  online shopping in bangladesh  ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে । ফেইসবুক এর মাধ্যমে (https://www.facebook.com/emartbd.offcial) অনলাইনেও করতে পারেন আপনার কেনাকাটা। আর ত্বকের জন্য সেরা পণ্যটি বেছে নিতে পরামর্শ নিতে পারেন বিনামূল্যে।